চট্টগ্রামে কর্ণফুলী ও বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গরে দুই জাহাজ ডুবি
- আপডেট সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গরে আলাদা দুর্ঘটনায় ডুবে যাওয়া দুটি জাহাজ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় নিখোঁজ ১৩ নাবিকেরও সন্ধান মেলেনি গত দুই দিনে। তবে আজ চারজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে নৌপুলিশ।
বুধবার বিকেল ৩ টার দিকে বঙ্গোপসাগরের বহির্নোঙরে একটি মাদার ভেসেলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এমভি সুলতান সানজা’ নামের একটি জাহাজ। জাহাজটিতে থাকা ৯ নাবিকের মধ্যে ৩ জন সাঁতরে অন্য জাহাজে উঠলেও বাকি ৬ জন এখনো নিখোঁজ। এর আগে মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামের আরো একটি ফিশিং ভ্যাসেল ডকে তুলতে গিয়ে ভাটার টানে নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ওই জাহাজে থাকা ২০ জনের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কেবিনে থাকা ৭ জনকে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের একাধিক টিম জাহাজ দুটি উদ্ধারে কাজ করছে।