চট্টগ্রামে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
- আপডেট সময় : ০৫:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে গণপরিবহন থেকে শুরু করে মাঠে-ঘাটে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে সরকারের জারি করা ১১ দফা নির্দেশিকা মানছে না তেমন কেউ। নগরবাসীকে সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন।
শহরের গণপরিবহনে সামাজিক দূরত্ব এবং আসন সংখ্যা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের কথা থাকলেও না মানা হচ্ছে না বিধিনিষেধ। গাদাগাদি করে নেয়া হচ্ছে যাত্রী।
শুধু গণপরিবহনে নয়, হাট বাজারেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার কথা থাকলেও মাস্ক ব্যবহারে উদাসীন
জনসাধারণ।
রেস্তোরাঁয় বসে খেতে চাইলে–করোনার টিকা সনদ প্রদর্শন করতে হবে-এমন নির্দেশনার পরে অনেকটাই ফাঁকা হোটেল রেস্টুরেন্ট। ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় হোটেল মালিকদের কণ্ঠে এখন আক্ষেপের সুর।
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করে ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এদিন করোনায় মারা যাননি কেউ। নতুন আক্রান্ত ৬৪৭ জন নগরের ও ৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৭ জন।
ওমিক্রনের বিষয়ে নগরবাসী পুরোপুরি সচেতন নয়, জানিয়ে সিভিল সার্জন বলেন, জনসাধারণকে সচেতন করতে নিয়মিত মাইকিংসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস।
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ডের সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।