চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমিতে চারা রোপণ করে দিল ‘ছাত্রলীগ
- আপডেট সময় : ১১:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
স্মরণকালের অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় সৃষ্টি বন্যায় চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলা প্রায় সপ্তাহখানেক ডুবে ছিল। ৩ আগস্ট থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট এই বন্যার পানিতে তলিয়ে আউশ ধান, রোপা আমন ধান, আমন বীজতলা, গ্রীষ্মকালীন ও শরৎকালীন সবজি চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চন্দ্রপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা রোপণ করতে সহায়তা করেছে জেলা ও উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তাও প্রদান করেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, আমাদের এমন মহৎ কর্মকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকেরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগেও ধানের মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন সময় তাদের এসর কাজের ছবি প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।