চট্টগ্রামে ঝুঁকিপুর্ণভাবে বসবাসকরা মানুষদের সরিয়ে নিতে অভিযান শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পাহাড় ধ্বসের আশংকায় পাদদেশে ঝুঁকিপুর্ণভাবে বসবাসকরা মানুষদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
দুপুর থেকে চট্টগ্রামের প্রায় ২০টি পাহাড়ে একযোগে অভিযান শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। প্রাথমিকভাবে প্রতিটি পাহাড়ে মাইকিং করা ছাড়াও বেশি ঝুঁকিপুর্ণ এলাকাগুলো থেকে অধিবাসীদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। অভিযানের নেতৃত্ব দেয়া জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে ঈদের পর থেকেই পাহাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে আজ সকালে আবহাওয়া অফিস থেকে পাহাড় ধ্বসের আশংকা প্রকাশ করার পর থেকে এই অভিযান আরো জোড়ে সোরে চালানো হচ্ছে।