চট্টগ্রামে দুর্গোৎসবের মহাঅষ্টমী উদযাপিত হচ্ছে
- আপডেট সময় : ০৬:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেবীর বন্দনা এবং অসুর বধে অশুভ খণ্ডনের প্রত্যয়ে দুর্গোৎসবের মহাঅষ্টমী উদযাপিত হচ্ছে। এ বছর মহামারী করোনার কারণে ঢাকায় হচ্ছে না কুমারী পূজা। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে, রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহীসহ অনেক জায়গায় আয়োজন করা হয়েছে কুমারী পূজা।
অষ্টমীর পূজা সকাল সাতটা ৭ মিনিটে শুরু হয়ে চলে সকাল ৯টা ২৮ মিনিট পর্যন্ত। বীরাষ্টমী ব্রত সাঙ্গ করতে হয় সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে। সন্ধি পূজা শুরু হয় সকাল ১১টায়। চলে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। এদিকে, চট্টগ্রামে রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সকালে সাড়ে দশটায় এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢোল ও কাসার বাজনার মধ্য দিয়ে ঠিক সাড়ে দশটায় শুরু হয় কুমারী পূজা। এবারের ৯ম বর্ষীয় শ্রেয়া বিশ্বাসকে কুমারী পূজার আসনে অলঙ্কৃত করা হয়। তবে প্রতিবছর কুমারী পূজা দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় করলেও এ বছর চিত্র ছিল সম্পুর্ন বিপরীত। করোনার কারণে কাউকে মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়নি। শুধুমাত্র পূজার সাথে যারা জড়িত তারাই অংশ নিয়েছেন এই কুমারী পূজায়।