চট্টগ্রামে প্রবারণা পুর্ণিমা উপলক্ষে ফানুস উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা
- আপডেট সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ১৬৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে প্রবারণা পুর্ণিমা উপলক্ষে ফানুস উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সন্ধ্যার পর ফানুসের আলোয় রঙিন হয়েছে বন্দরনগরীর আকাশ। দুর দুরান্ত থেকে ফানুস উৎসবে যোগ দিতে আসা ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাস আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করার নামই প্রবারণা।
চট্টগ্রামের সবচেয়ে বড় নন্দনকানন বৌদ্ধ বিহারের দৃশ্য এটি। হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীরা রং-বেরংয়ের ফানুস নিয়ে হাজির হয়েছে বিহারের চত্বরে। সন্ধ্যার আগেই বিহারের আঙ্গিনা ছাড়িয়ে অনুরাগীদের ভিড় গিয়ে ঠেকে আশপাশের সড়কগুলোতে। প্রবারণার সবচেয়ে বড় অনুসঙ্গ ফানুস উরাতে থাকে দলে দলে ভাগ হয়ে উৎসবের আমেজে।
বৌদ্ধ ধর্মমতে, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে মহামানব গৌতম বুদ্ধ নিজের কেশ ধাতু আকাশপানে ছুঁড়ে দিয়ে বলেন, যদি তার বর্ষাবাস পুর্ণতা পায় তবে এই কেশধাতু নিচে পড়বে না।
বৌদ্ধ ধর্মীয় গুরুদের প্রত্যাশা, হিংসায় উন্মুক্ত এই অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের মুলমন্ত্রই হচ্ছে প্রবারণার উৎসবের প্রেরণা।
আনুষ্ঠানিকতার মধ্যে ফানুস উরানোর পাশাপাশি পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ,প্রদীপ প্রজ্জলনসহ নানান ধর্মীয় আচার পালন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা।