চট্টগ্রামে বস্তিতে আগুনে পুড়ে গেছে দু’শোর বেশি বসতঘর ও দোকান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
- / ১৬২৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের শুলকবহর ডেকোরেশন গলি বস্তিতে আগুনে পুড়ে গেছে দু’শোর বেশি বসতঘর ও দোকান।
সকাল ১০টার দিকে, এই বস্তির ৩ নম্বর গলির একটি ঘর থেকে আগুনের সুত্রপাত হয়।মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। এসময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বস্তির গলিপথটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে পারেনি। এছাড়াও আশেপাশে পানির সংস্থান না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এই অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।