চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাস উল্টে ১৫ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হাটহাজারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছে
সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম জানান, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাসটি সিএনজি অটোরিক্সাকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।