চট্টগ্রামে মাত্র ৪ দিনের ব্যবধানে উদ্ধার হলো আরেক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- আপডেট সময় : ০৫:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বোয়ালখালীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘটনার রেশ কাটতে না কাটতেই, মাত্র ৪ দিনের ব্যবধানে এবার নগরীতে উদ্ধার হলো আরেক মাদ্রাসা শিক্ষার্থী আরমানের মরদেহ। সকালে পাঁচলাইশ থানাধীন পিলখানা এলাকার আলী বিন আবি-তালিব মাদ্রাসার পেছন থেকে হিফজ বিভাগের ছাত্র আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আরমান নগরীর পাঁচলাইশ থানাধীন আলী বিন আবি তালিব মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। কোরান হিফজও প্রায় শেষ পর্যায়ে। স্বজনরা জানান, এবার বাড়িতে এসে মাদ্রাসায় যেতে রাজি ছিলো না আরমান। পরে অনেকটা জোর করেই তাকে মাদ্রাসায় পাঠান মা। আজ সেই মাদ্রাসার ৪ তলা ভবনের পিছনে পাওয়া গেলো তার মরদেহ।
তবে মাদ্রাসা শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় স্বজনদের এমন অভিযোগের সত্যতা নেই বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ।
খবর পেয়ে সকাল ১১টার দিকে আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। ছাদ থেকে পড়ে মৃত্যু, নাকি পরিকল্পিত হত্যা- এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাত্র ৪ দিন আগেই চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ আছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা থেকে উদ্ধার করা হয় শিক্ষার্থী ইফতেখার মালেকুল মাশফিকের গলাকাটা মরদেহ। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক জাফর আহমেদ ২ দিনের রিমান্ডে আছেন।