চট্টগ্রামে মুজিব বর্ষ অনুষ্ঠানের নামে চাঁদাবাজির অভিযোগে তিন প্রতারক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মুজিব বর্ষে অনুষ্ঠানের নামে চাঁদাবাজির অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নগরীর নন্দনকানন এলাকার একটি ডেভেলপার কোম্পানীর অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। ৫ জনের এই চক্রটি দীর্ঘদিন ধরে মুজিববর্ষ উদযাপনের কথা বলে নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলো। দুপুরে কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে এ সব কথা জনান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আব্দুর রউফ। তিনি জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহানগর যুবলীগের প্রবাসী নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচয় দিয়েছে। তাদের সহযোগী আরো দুজনের ব্যাপারে তথ্য দিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি। এছাড়া মুজিব বর্ষের নামে কোন চাঁদাবাজি কঠোর হাতে দমন করার হুশিয়ারিও দেন তিনি।