চট্টগ্রামে মোবাইল ফোন ছিনতাই ও চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কোতোয়ালীতে মোবাইল ফোন ছিনতাই ও চুরি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮টি চোরাই মোবাইল ফোন, একটি ডেস্কটপ কম্পিউটার ও আইএমইআই পরিবর্তন করার ডিভাইস জব্দ করা হয়।
কোতোয়ালীর পুরাতন রেল স্টেশনের বাইশমহল্লা কবরস্থান এলাকা থেকে রোববার তাদের গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, একটি চক্রটি দীর্ঘদিন ধরে নগরীতে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। চুরির পর ডিভাইসের সহায়তায় চুরি করা মোবাইলটি’র আইএমইআই নম্বরটিও পরিবর্তন করে ফেলতো তারা। আইএমইআই নম্বর পরিবর্তন করার কারণে মোবাইলের মালিকানা যাচাই করা কঠিন হয়ে পড়ে। চক্রটি এই সুযোগে নগরীর নিউমার্কেট থেকে শুরু করে বিভিন্ন স্থানে অবৈধভাবে তা বিক্রি করতো বলে জানায় পুলিশ।