চট্টগ্রামে লন্ডন প্রবাসীর বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজী ক্যাম্প সংলগ্ন মুন্সি বাড়িতে লন্ডন প্রবাসী মোসলেম উদ্দিনের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
ভবনটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দুর্বৃত্ত দল লাঠি-সোঠা নিয়ে হামলা চালায়। এসময় তারা নারীসহ কয়েকজনকে মারধর করে। পরে ভবনের বাসিন্দারা ট্রিপল নাইনে ফোন করলে ঘটনাস্থলে আসে পুলিশ। এ ঘটনায় রাতেই পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানান থানা কর্মকর্তা।