চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম
- আপডেট সময় : ০৯:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর চাকতাইয়ে করোনা টিকাদান কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপ।
দুপুরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান। সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে টিকাদান কর্মসূচি পর্যায়ক্রমে চলবে নগরীর চাকতাই নয়ামসজিদ, কদমতলী, রাজাখালী, চাকতাই, রাজাখালী এলাকা ছাড়াও ও হাটহাজারী উপজেলায়। ট্রাক শ্রমিকসহ সমাজের প্রান্তিক মানুষের করোনা টিকাদান নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয় বলে জানায় আয়োজক কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলালসহ অন্যান্য নেতারা।
এদিকে, চট্টগ্রামে বিভিন্ন টেলিভিশনে কর্মরত অফিস সহকারী এবং গাড়ী চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম টিসিজেএ।
যে কোন প্রয়োজনে টিসিজেএর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ডাক্তার শেখ সফিউল আজম । তিনি বলেন, মহামারী করোনার মধ্যে মৃত্যুঝুঁকি নিয়ে সচিত্র প্রতিবেদন জাতির সামনে তুলে ধরেছেন টেলিভিশনে কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা। করোনাকালীন সংকটে সংগঠনের সদস্যদের পাশাপাশি চট্টগ্রামে টেলিভিশনে কর্মরত অফিস সহকারী ও গাড়ি চালকদের পাশে থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে টিসিজেএ।এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি এনামুল হকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।