চট্টগ্রামে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে “বিশাপ”
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে শীতার্ত কয়েক শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সমাজ উন্নয়ন সংস্থা “বিশাপ”।
দুপুরে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা স্কুল মাঠে বিশাপ-এর প্রধান নির্বাহী এস.এম. তারেক জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালেদ মোশারফ রকেট। এসময় তিনি বলেন, শুরু থেকেই সাধারণ মানুষের সেবায় কাজ করছে “বিশাপ”। সংস্থাটি শীতবস্ত্র বিতরণ,যৌতুক প্রথা ও বাল্যবিয়ে রোধ, পথশিশুদের শিক্ষাদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত। ভবিষৎতেও এর ধারাবাহিকতা রাখারও আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য মো: আবু বক্কর ছিদ্দিক, আওয়ামী লীগ নেতা আবদুস সালাম জায়গীরদার, রাশেদ হাসান, নওসাদ ও আজগর আলীসহ অনেকেই।