চট্টগ্রামে শুরু হয়েছে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি
- আপডেট সময় : ০৮:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে চট্টগ্রামে। আজ দেয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট। যা চলবে আগামী ৫ দিন।
সকাল ৮ টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই কাউন্টারগুলোর সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে কাঙ্খিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কালোবাজারি ঠেকাতে টিকিট গ্রহীতার জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামুলক করা হয়েছে। এছাড়া নারী যাত্রীদের ভোগান্তি এড়াতে রাখা হয়েছে আলাদা কাউন্টার। যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে ঈদ যাত্রার টিকিট সংগ্রহ করতে পারেন সে জন্য স্টেশন এলাকায় রেলওয়ের নিজস্ব নিরাপতত্তাকর্মীরা ছাড়াও রেব ও পুলিশের আলাদা টিম মোতায়েন করা হয়েছে। এবার মোট টিকিটের অর্ধেক কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে দেয়া হচ্ছে। তবে অনলাইনে টিকিট কাটতে ভোগান্তীর কথা জানিয়েছে টিকিট প্রত্যাশীরা।