চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তুখোড় ড্রাম বাদক হানিফ আহমেদসহ নিহত এক যন্ত্রশিল্পী
- আপডেট সময় : ০১:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তুখোড় ড্রাম বাদক হানিফ আহমেদসহ নিহত হয়েছেন এক যন্ত্রশিল্পী। আইসিইউতে আছেন গায়িকা বিউটি।
ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মর্মান্তিক দূর্ঘটানার শিকার হন তারা। একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন কণ্ঠশিল্পী বিউটিসহ ৫ যন্ত্রশিল্পী। নিহত হানিফ আহমেদ এবং পার্থ গুপ্ত ড্রাম ও অক্টোপ্যাড বাজাতেন। বিউটি এখন হাসপাতালের আইসিইউতে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তারা হলেন, নন্দন চৌধুরী, পাপ্পু ও লুৎফর। পুলিশ জানায়, সোনাপাহাড় এলাকায় একটি লরি ইউটার্ন করতে গিয়ে সামনে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা শিল্পীদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পার্থ মারা যান। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক হানিফ আহমেদকে মৃত ঘোষণা করেন। হানিফ একজন তুখোর ড্রাম এবং অক্টোপ্যাড বাদক ছিলেন। দেশের শীর্ষস্থানীয় বেশীরভাগ সংগীত তারকাদের সংগেই স্টেজে ড্রাম বাজাতেন তিনি। তার বড় ভাই মানিক আহমেদও একজন নামকরা ড্রাম বাদক। ভাইয়ের মরদেহ আনতে ইতোমধ্যেই চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি।