চট্টগ্রামে হাসপাতালে ভুয়া বিল পাশের চেষ্টায় ৪ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ভুয়া বিল পাশের চেষ্টার অভিযোগে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা
ফোরকান আলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম এক অঞ্চলের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাতের কাছে অভিযোগ পত্র পৌঁছে দেন জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।
গত মঙ্গলবার রাতে ভুয়া মঞ্জুরি দেখিয়ে বিভাগীয় ট্রেজারী অফিস থেকে দুর্নীতির অভিযোগে আটকে থাকা ২০১৫ সালের একটি বিল পাশ করিয়ে নেয়ার চেষ্টা করা হয়। বিষয়টি ট্রেজারী অফিসের কর্মকর্তাদের নজরে এলে ফোরকানকে পুলিশে সোপর্দ করে। কিন্তু, সেখ ফজলে রাব্বি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর মন্ত্রণালয়ের নির্দেশে ফোরকানসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন তিনি।