চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নকশা ও আইন কোনোটাই মানেনি – পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন।

- আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ফৌজদারহাট-বায়েজিদ বাইপাস সড়ক নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নকশা ও আইন কোনোটাই মানেনি বলে অভিযোগ করেছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন।
দুপুরে ১৮টি পাহাড় কেটে সড়ক নির্মাণের জন্য চট্টগ্রামের আলোচিত ফৌজদারহাট বাইপাস সড়ক পরিদর্শনে এসে এই অভিযোগ করেন তিনি। সিডিএর মতো সরকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ দু:খজনক উল্লেখ করে তিনি আরো বলেন, ২৬ ডিগ্রি অ্যাংগেলে পাহাড় কাটার অনুমতি নিলেও সিডিএ ৯০ ডিগ্রি অ্যাংগেলে পাহাড় কেটেছে। নির্বিচারে পরিবেশ ধ্বংসের কারণে ইতিমধ্যে ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরো কঠোর হবার বিষয়টি বিবেচনা করার কথাও জানান। পাহাড় ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরীর দিকে মনযোগ দিকে পরিবেশ কর্মী ও গণমাধ্যমের সহযোগীতা চান তিনি। এর আগে পাহাড় কেটে বিভিন্ন স্থাপনা গড়ে তোলার অভিযোগে মতিঝর্ণার পাহাড়ি এলাকাও পরিদর্শন করেন মন্ত্রী।