চট্টগ্রাম ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উড়ে গেছে যাত্রীবাহী বাসের ছাদ। এতে এক যাত্রী নিহত এবং ৭ জন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী ‘সি’ লাইনের দ্রুতগামী বাসটি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের পুরো ছাদ উড়ে যায়। পুলিশ স্থানীয়দের সহায়তায় ৮ জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা হাসপাতালে পাঠালে সেখানে আল শামীমের মৃত্যু হয়। আহত বাকি ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
এদিকে, চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই যুবকের প্রাণ গেছে। সকালে উপজেলার শাকপুরা রায়খালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাকপুরাগামী অটোরিকশাটির সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।