চট্টগ্রাম কাস্টম হাউজের তিন রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- আপডেট সময় : ০৯:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম কাস্টম হাউজের তিন রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে জরিমানার সাড়ে ৭ লাখ টাকা ফেরত চেয়ে কমিশনারের কাছে আবেদন জানিয়েছে একটি আমদানীকারক প্রতিষ্ঠান।
সাদিক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সিএন্ডএফ এজেন্টের অসাবধানতায় সিপিসি নম্বর ভুল হয়। বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের জানালেও তারা আমলে না নিয়ে আমদানীকারকদের বিরুদ্ধে মিথ্যা ঘোষণার অভিযোগ তুলে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে। একই সাথে কাস্টমসের জটিলতার কারণে ৪১ হাজার ৬৫৮ টাকা পোর্ট-ডেমারেজ এবং ৩০ হাজার ৩৬০ টাকা কন্টেইনার ডেমারেজ গুণতে হয়েছে আমদানীকারকদের। এই পুরো টাকা কাস্টমসের কাছে ফেরত চেয়েছে সাদিক এন্টারপ্রাইজ। গত ১ বছরে চট্টগ্রাম কাস্টম হাউজে রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অহরহই ঘটছে। তবে কমিশনারের কাছে প্রতিকার চেয়ে আবেদন করার ঘটনা এটাই প্রথম।