চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভালো অবস্থানে সফরকারী শ্রীলংকা
- আপডেট সময় : ০৮:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভালো অবস্থানে সফরকারী শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষ লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রানে সাদা পোশাকে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিতে সাগরিকায় আলো ছড়িয়েছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস। অপরাজিত আছেন ১১৪ রানে। ৩৪ রানে সঙ্গী দিনেশ চান্দিমাল।
কথায় আছে, সকালের সূর্য থেকেই দিনের আভাস মেলে। অথচ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সাক্ষি হলো ভিন্ন এক অভিজ্ঞতার। ৬৬ রানে দুই উইকেট হারানো যে দলটা মান বাঁচাতে ব্যস্ত, সেই কিনা বাংলাদেশকে চাপে রেখে প্রথম দিন পার করলো। অভিজ্ঞ ম্যাথুসের সেঞ্চুরির দিনে ৪ উইকেটে ২৫৮ রান সংগ্রহ শ্রীলংকার।
দিনের শুরুতে বাংলাদেশকে আলোর পথ দেখান নাঈম ইসলাম। অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ওশাদা ফার্নান্ডোকে ফিরিয়ে দিয়ে।
৬৬ রানে দুই উইকেট হারানো দলকে টেনেছেন, আলোর পথ দেখিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশাল মেন্ডিস। তবে, ভয়ঙ্কর হতে দেননি তাইজুল ইসলাম। ৯২ রানের জুটি ভেঙ্গে বাংলাদেশ শিবিরে হাসি ফুটান এই স্পিনার। ৫৪ রানে তাইজুল স্পিন কাটা পড়েন মেন্ডিস।
ধনাঞ্জয়া ডি সিলভাকেও টিকতে দেননি সাকিব। ২৫ রানের ব্যবধানে লঙ্কান শিবিরে কাপন ধরান দেশ সেরা অলরাউন্ডার।
তবে, দিন শেষে বাংলাদেশের গলার কাটা হয়ে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল,৭৫ রানের জুটিতে। দ্বিতীয় দিন নতুন শুরুর অপেক্ষায় লঙ্কানদের পঞ্চম জুটি।