চট্টগ্রাম টেস্টে জয়ের খুব কাছে পাকিস্তান
- আপডেট সময় : ০৯:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে জয়ের খুব কাছে পাকিস্তান। পঞ্চম ও শেষ দিনে সফরকারীদের প্রয়োজন ৯৩ রান। হাতে আছে ১০ উইকেট। ২০২ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। এর আগে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ২৮৬ রান করেছিলো পাকিস্তান।
চট্টগ্রামে স্বপ্নটা যেন মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের। চতুর্থ দিনের তৃতীয় বলে মুশফিকের অসহায় আত্মসমর্পণ। সাগরিকায় উৎসবের মাতম হাসান আলীর।
বিপদ আরও বাড়িয়েছেন অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। অভিষেকে সহায় হয়নি ভাগ্যদেবী।শাহীন আফ্রিদির ছোঁড়া বলে মাথার চোটে ৩৬ রানে মাঠ ছাড়তে বাধ্য হন ইয়াসির আলী। এরপর দ্রুতই যেন সাজঘরে ফিরলেন মেহেদি মিরাজ। স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা তখনই ধূলিস্মাৎ।
ইয়াসিরের কনকাশন বদলি নুরুল হাসান সোহান। প্রথম সেশনের বাকি সময়টা বাংলাদেশের আছান।
প্রথম সেশনের প্রতিরোধ দ্বিতীয় সেশনে হয়ে গেল যেন বালির বাঁধ। নুরুল হাসান সোহানের আত্মঘাতী শটের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ইনিংসের বাকিটা। লাঞ্চের পর ৪ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে গুটিয়ে বাংলাদেশ।
তবে ব্যতিক্রম ছিলেন লিটন। লড়েছেন, চেষ্টা করেছেন। কিন্তু অর্ধশতকে টানা দ্বি-শতকে রূপ দিতে পারেননি। ৫৯ করে লিটন ফিরলে ভেঙে পরে প্রতিরোধের দেয়াল। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট মমিনুলের দল। শাহীন আফ্রিদির শিকার ৫ উইকেট।
২০২ রানের টার্গেট, হাতে চার সেশনেরও বেশি সময়। তাতেই নির্ভার পাকিস্তান। হেসে খেলে দুই ওপেনারের দিন পার।
ঠিক যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। দুই ওপেনারই হাফ সেঞ্চুরি তুলে মুগ্ধতা ছড়িয়েছেন সাগরিকায়। ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে পঞ্চম দিনে জয়ের সাক্ষী হবার অপেক্ষায় আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। ৫৬ রানে আবিদ আর শফিক ৫৩ রানে অপরাজিত থেকে।