চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে এগিয়ে ২৯ রানে। ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলংকার সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। এর আগে, লঙ্কানদের প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবে ৪৬৫ রানে থামে বাংলাদেশ ইনিংস। টেস্টে অষ্টম সেঞ্চুরির সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। ছোটগল্প নিয়ে লেখা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা বাংলাদেশ দলের। স্বপ্নের টেস্টে যেন মুখ ধুবরে পড়েছে টাইগাররা। ৩ উইকেটে যেখানে ৩৮৫ রান সেখানে ৪৬৫ রানে অলআউট বাংলাদেশ। ৮০ রান তুলতে পরের সাত ব্যাটারের বিদায়।
অথচ চতুর্থ দিনের শুরুতে স্বপ্ন বুনেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ৩ উইকেটে ৩১৮ নিয়ে দিন শুরু করা দলকে এদিন প্রথম সেশনে কোন বিপদ হতে দেননি লিটন-মুশফিক।
তবে, দ্বিতীয় সেশনে হতাশ বাংলাদেশ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৮৮ রানে সাজঘরে ফেরেন লিটন।
দ্বিতীয়বার মাঠে নেমে তামিম ইকবালও সুবিধা করতে পারননি। আগের দিন ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। এদিন কোন রান যোগ না করেই ফিরেছেন দেশসেরা ওপেনার।
সাকিব-নাঈমরাও আশা যাওয়ার মিছিলে তবে, ২৬তম ফিফটিকে শতকে পূর্নতা দিয়েছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরিতে সাগরিকাকে রাঙ্গিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
এরপরই ভেঙ্গে পড়ে প্রতিরোধের দেয়াল। ১০৫ রানের মুশফিকের বিদায়ের পর তাইজুলও ফিরেছেন দ্রুত। পরে শরিফুল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে ৪৬৫ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। টাইগারদের ৬৮ রানের লিড।
তবে, শেষ বিকেলে সব আক্ষেপ আর হতাশা উড়িয়ে দিয়েছেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের চাপে রেখেছেন। এক উইকেটের সঙ্গে এক রান আউটে বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন তাইজুল ইসলাম। জয়ের আশা নিয়ে শেষ দিনের অপেক্ষায় টিম বাংলাদেশ।