চট্টগ্রাম নগরীর ২৮১ কিলোমিটার ফুটপাত হকারদের দখলে
- আপডেট সময় : ০৫:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর মুরাদপুর,ষোলশহর ও চকবাজারের ২৮১ কিলোমিটার ফুটপাতের অধিকাংশই হকারদের দখলে। এতে পথচারীদের হাঁটা-চলার অসুবিধার পাশাপাশি সৃষ্টি হয় যানজটের। শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেয়া হলেও কাজে আসেনি কিছুই। ফুটপাত হকার মুক্ত করার দাবি সাধারণ মানুষের।
চট্টগ্রাম নগরীর ষোলশহর ২নং গেইট এলাকা। যেখানে ফুটপাত আর রাস্তার দু’পাশ দখল করে দোকানপাট বসিয়েছেন হকাররা। শুধু তাই নয় চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর,জিইসিমোড় সহ নগরীর সড়কগুলোর সিংহভাগই তাদের দখলে।
চকবাজার এলাকায় থানার পাশেই ফুটপাত ও রাস্তা দখল করে হকাররা ব্যবসা করলেও দেখেও দেখেনা পুলিশ। এতে বাড়ছে যানজট এমনটাই দাবী পথচারীদের..
কোথাও কোথাও পুলিশও নিয়মিত মাসোহারা বা চাঁদা নেয় অবৈধ দখলদারদের কাছ থেকে। এ কারণে ফুটপাত ও সড়ক দখলমুক্ত হচ্ছে না।
মুরাদপুরে অধিকাংশ সড়কের দু’পাশের বেশিরভাগ অংশ গাড়ির গ্যারেজ ও মোটর পার্টস ব্যবসায়ীরা দখল করে রেখেছেন। ফুটপাত ছাড়িয়ে তাদের দখলের এ থাবা গুরুত্বপূর্ণ এ সড়কের বিশাল অংশ পর্যন্ত বিস্তৃত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম.রেজাউল করিম চৌধুরী বলেন,ফুটপাত মুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফুটপাত দখলমুক্ত হবে, নিরাপদে ফুটপাতে হাটাচলা করতে পারবে পথচারীরা এমনটাই আশা নগরবাসীর।