চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৭ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দুবাইয়ের ফ্লাইট থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে আসনের নিচ থেকে ৭ কোটি টাকার মূল্যের এই স্বর্ণবার উদ্ধার করা হয় সকালে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক কর্মকর্তা জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ১০ কেজি। অভিযানে কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিমও অংশ নেয়। পরে উদ্ধার করা স্বর্ণবার কাস্টম হাউস চট্টগ্রামের বিমানবন্দর ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ এলাকা থেকে ১ লক্ষ ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড।