চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রমজানের প্রথম দিনে চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে কয়েকজন বিক্রেতাকে জরিমানা করা হয়।
সকালে নগরীর চকবাজার, কাজির দেউড়ী, বাকুলিয়া, ষোলশহর দুই নম্বর গেটসহ বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, রমজানকে পুঁজি করে কোন ব্যবসায়ী বা সিণ্ডিকেট যেন ভোক্তাদের ঠকাতে না পারে সেজন্য তৎপর রয়েছে প্রশাসন। প্রথম দিনে বিভিন্ন বাজারে ব্যবসায়ী সিণ্ডিকেটের ব্যাপক অপতৎপরতা লক্ষ্য করা যায়। তবে প্রথম দিন হওয়ায় সতর্ক করার পাশাপাশি কম জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এমন অপতৎপরতার বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারী জানান তিনি।
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি।
সকালে বোয়ালখালী উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুরসহ অন্যরা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বোয়ালখালী উপজেলায় অলি বেকারী-লালার হাট জি.সি. সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এছাড়া উপজেলার শাকপুরা থেকে বেঙ্গুরা হয়ে দাশের দীঘি পর্যন্ত ১২ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মোছলেম উদ্দিন।