চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের দাবি
- আপডেট সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের দাবি উঠেছে তৃণমুলে। ইতোমধ্যে এ দাবিতে নগরীর মোড়ে মোড়ে ব্যানারও টানিয়েছে কর্মীরা। দলের নেতাদের দাবি, সিটি কর্পোরেশন নির্বাচনের পর তেমন কোন রাজনৈতিক কর্মসুচি না থাকায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে চান তারাও। কিন্তু তার জন্য প্রয়োজন হাইকমাণ্ডের নির্দেশনা। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়ায়ই হওয়া উচিত বিভিন্ন শাখার কমিটি। কেন্দ্রের দিকে তাকিয়ে থাকাটা দলের ভেতর গণতন্ত্র চর্চার সংকটকেই সামনে আনে।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানানো এমন আকুতির ব্যানার শোভা পাচ্ছে নগরীর মোড়ে মোড়ে। যাতে ৬ বছর আগে মেয়াদউত্তির্ণ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছেন কর্মীরা।২০১৩ সালের নভেম্বরে চট্টগ্রামের সাবেক ও প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ.জ.ম নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু তিন বছর মেয়াদী এই কমিটি আট বছরেও পুনর্গঠন হয়নি।
দীর্ঘদিন ধরে এবিএম মহিউদ্দিন চৌধুরী আর আ.জ.ম নাছিরের দুটি ধারায় বিভক্ত মহানগর আওয়ামী লীগ। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীকে ঘিরে সক্রিয় তার সমর্থকরা । নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় নানান সমিকরণে নেমেছেন দুই পক্ষের কর্মীরাই। তবে নেত্রীর সিদ্ধান্তই শিরধার্য বলছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি। আর স্থানীয় কমিটির জন্য কেন্দ্রের দিকে তাকিয়ে থাকাটা দলের ভেতরের গণতন্ত্র চর্চার সংকট হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা।
মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিনকে ভারমুক্ত করে আ.জ.ম নাছিরকে ফের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই আওয়ামী লীগের একাংশ। আবার সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস ছালামও সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে আছেন, নতুন মেয়র এম রেজাউল করিমও আ.জ.ম নাছিরের শক্ত প্রতিদ্বন্দ্বী। এছাড়া ৬ মাসের জন্য প্রশাসকের দায়িত্ব ভালোভাবে পালন করে সভাপতির পদ প্রত্যাশী খোরশেদ আলম সুজন, সাংসদ আফসারুল আমিনও চান নগর আওয়ামীলীগের নেতৃত্ব। তবে শেষ সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকেই।