চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কমিটি
- আপডেট সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নির্ধারিত মেয়াদ উত্তির্ণের এক বছর পর চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কমিটি। ইতিমধ্যে ভার্চুয়াল পদ্ধতীতে বিভিন্ন স্তরের ৫৫ জন নেতার স্বাক্ষাতকার গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। বর্তমান কমিটির নেতারা জানান, সিটি নির্বাচনের পর কমিটি গঠনের টার্গেট থাকলেও দলীয় প্রধানের ইচ্ছাতে সে প্রক্রিয়া শুরু হয়েছে এখন থেকেই। আর পেশাজীবী নেতারা বলছেন, শুধু নতুন একটি কমিটি করলেই সাংগঠনিক শক্তি বাড়বে না, তার জন্য উপযুক্ত নেতৃত্ব বাছাই করার প্রক্রিয়াটিই গুরুত্বপুর্ণ।
সবশেষ আগের কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেনকে সভাপতি আর সাবেক ছাত্রনেতা আবুল হাসেম বকরকে সাধারণ সম্পাদক করে ২০১৬ সালে গঠিত হয়েছিলো তিন বছর মেয়াদী চট্টগ্রাম মহানগর বিএনপি। গত বছরের মাঝামাঝি সময়ে কমিটির মেয়াদ পার হয়। কথা ছিলো চলতি বছরের শুরুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পর গঠন করা হবে নতুন কমিটি। কিন্তু করোনার কারণে নির্বাচনের সঙ্গে পিছিয়ে যায় কমিটি গঠনের প্রক্রিয়াও।
এরই মধ্যে করোনা ভিতি কমে এলেও সিটি নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি এখনো। তাই নির্বাচনের চেয়ে দল গঠনের ওপর গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন।
কমিটি গঠনের এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে, আগামী দিনের আন্দোলন ও নির্বাচনের জন্য দলকে সংগঠিত করতে কর্মীবান্ধব নেতা নির্বাচনের তাগিদ দিলেন অংগ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা।
নতুন কমিটিতে অতিতের আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা রাখা নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীরাই প্রাধান্য পাবেন বলে জানান বর্তমান কমিটির সাধারণ সম্পাদক।
এদিকে বিএনপিপন্থী পেশাজীবী নেতারা জানান, যোগ্য নেতৃত্ব নির্বাচনে তরিঘরি করার চেয়ে গণতান্ত্রীক উপায়কেই প্রাধন্য দেয়া জরুরী। এতে অনেক বেশী সংগঠিত হবে তৃণমুল।
বর্তমানে ২৭৫ সদস্যের বিশাল কমিটি রয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির। নির্ধারিত মেয়াদের পুরোটা সময় জুড়ে দলিয় কর্মসুচীগুলোতে পুলিশের অনুমতি পেলে ব্যপক লোকসমাগম ঘটাতে পারলেও পুলিশ বাধা দিলে সামনে দাড়ানোর সাহস দেখাতে পারেননি পদে থাকা নেতারাও।