চট্টগ্রাম, রাজশাহী ও নড়াইলে কুমারী পূঁজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঢাকায় না হলেও চট্টগ্রাম, রাজশাহী ও নড়াইলে কুমারী পূঁজা অনুষ্ঠিত হয়েছে। পূঁজা শেষে ভক্তদের মাঝে সীমিত প্রসাদ বিতরণ করা হয়। করোনার কারণে সীমিত আয়োজন থাকায় দেশের আর কোথাও কুমারী পূঁজা হয়নি। দেশের বিভিন্ন জেলায় দেবী শক্তির বন্দনা এবং অসুর বধের প্রত্যয়ে দুর্গোৎসবের মহাঅষ্টমী উদযাপিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে রাঁধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে জেলার একমাত্র কুমারী পূঁজা। নয় বছরের শ্রেয়া বিশ্বাসকে কুমারী পূঁজার আসনে অলঙ্কৃত করা হয়। কালমন্দর্ভা নামে পূঁজিত হয় এই কুমারী। নারীর যথাযথ মর্যাদা অধিষ্ঠিত করে করা হয় এই পূঁজায়।
রাজশাহীতে এবারও উদযাপিত হয়েছে কুমারী পূঁজা। নগরীর ত্রিনয়নী সংঘের মণ্ডপে এই পূঁজার আয়োজন করা হয়। সকাল থেকেই মন্ডপে জড়ো হন ভক্তরা। এ সময় দেবীরূপে মন্ডপে বসে ১২ বছর বয়সী ঐন্দ্রিলা। গত চার বছর ধরেই তাকে কুমারী দেবী রূপে দেখে আসছেন ভক্তরা।
স্বাস্থ্যবিধি বজায় রেখে ময়মনসিংহ জেলার ৭৭৬টি পূঁজা মন্ডপে মহাঅষ্টমী অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রতিটি মন্ডপ ঢাক-ঢোল আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে উঠে।
খুলনায় ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খ, উলুধ্বনি আর পুরোহিতের ঘন্টাধ্বনিতে দুর্গা পূঁজার মহাঅষ্টমী অনুষ্ঠিত হয়েছে।
মাগুরায় করোনা মুক্তির প্রার্থনায় দুর্গা পূঁজার মহাঅষ্টমি সম্পন্ন হয়েছে।
মেহেরপুরের মণ্ডপে মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় মহাঅষ্টমি পালিত হয়েছে।
বৈরি আবহাওয়ার মাঝেও শঙ্খ, উলুধ্বনি, ঢাকের বাদ্য ও চন্ডী পাঠের মাধ্যমে নেত্রকোণার প্রায় পাঁচ’শ মন্ডপে মহাঅষ্টমী উদযাপিত হয়েছে।
গোপালগঞ্জে এক হাজার ১৯৮টি মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে, মহাঅষ্টমী এবং সন্ধি পূঁজা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলেও মন্ডপে মন্ডপে দেবী দুর্গার মহাঅষ্টমী পূঁজা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠিতে দুর্গা পূঁজার তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমী বিহিত পূঁজা। পরে, দেবীর চরণে অঞ্জলি দেয় ভক্তরা।
এদিকে, করোনা থেকে রক্ষা পেতে নোয়াখালীতে ‘মঙ্গল প্রদীপ’ জ্বালিয়ে ব্যতিক্রমধর্মী আরাধনা করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সপ্তমীর দিনে একযোগে জেলার সব মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তারা।