চট্টগ্রাম সংবাদ
- আপডেট সময় : ০৮:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ।
অপরদিকে সিনিয়র সহ-সভাপতিসহ ৯টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। ১৯টি পদের জন্য প্রার্থী ছিলেন ৩৯ জন। আর সাড়ে ৫ হাজার ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৪ হাজার ১৯৩ জন। নির্বাচনে ২ হাজার ৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবু মোহাম্মদ হাশেম এবং ১ হাজার ৯৫৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন এ এইচ এম জিয়াউদ্দীন। ভোট গণণাশেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ।
চট্টগ্রাম নগরীর বাকোলিয়ায় আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ বদরুদ্দোজাকে আটক করেছে রেব-৭ ।
গোপন সংবাদের ভিত্তিতে রেব ও বিটিআরসির কর্মকর্তারা অভিযান পরিচালনা করে। রেব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ জানান, বদরুদ্দোজাকে আটক করার পর তার কাছে থাকা অবৈধ ভিওআইপি ব্যবসার তিনটি মেশিন, চারটি ল্যাপটপ, আটটি রাউটার, ১ হাজার ৩৫০টি মোবাইল সিম, একটি সিসি ক্যামেরা, একটি আইপিএস মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা সরঞ্জামাদির মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।
ফেনী শহরের সেনসিভ নামে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাংচুর করে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক মুন্না বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কতিপয় সন্ত্রাসী হাসপাতালে এসে অতর্কিত হামলা চালায় এবং হুমকি-ধামকি দেয়। এ সময় তারা রোগী ও উপস্থিত সবাইকে বের করে হাসপাতালে তালা লাগিয়ে দেয়। হাসপাতালের ভাইস চেয়ারম্যান লুৎফর নাহার বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হাসপাতালটি দখলে নেয়ার জন্য দফায়-দফায় হামলা করেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানালেও কোন সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেন তারা।
অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূল করে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা।
বান্দরবনে সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তা হাবিবুর রহমান হত্যার প্রতিবাদে বৃহষ্পতিবার রাঙামাটিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। এ সময় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘুরে বনরূপায় প্রধান সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি কাজি জালোয়াসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশের কারণে সড়কে প্রায় দু’ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
চট্টগ্রামের কাঁচাবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। সপ্তাহের ব্যবধানে সব রকমের সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা। এছাড়া দেশি ও আমদানী করা পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। একইভাবে বেড়েছে ভোজ্য তেলের দাম।
সয়াবিন ও পামওয়েলের দাম কেজিপ্রতি বেড়েছে ৬ থেকে ৮টাকা। আতপ চালের দামও বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। তবে অপরিবর্তীত রয়েছে মাছ, মুরগী ও মাংসসহ অন্যান্য পণ্যের দাম। তবে গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কমেছে প্রতি ডজনে ৫ টাকা। সবজির দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা বলছেন গত কয়েকদিনের বৃষ্টি আর সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে,আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লিটার প্রতি ৮টাকা বৃদ্ধি করে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছেন নগরীর নিম্নও মধ্যবিত্তরা। সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং দাবি জানিয়েছে ভোক্তভোগীরা।
‘বেটার নেইবারহুড মেক এ ওয়াল্ডর্’ শিরোনামে ১৬ তম বর্ষপূর্তি উদযাপন করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুপার স্টোর খুলশী মার্ট।
সকালে খুলশী মার্ট মিলনায়তনে বর্ষপূর্তি উপলক্ষে ১০দিন ব্যাপী বিক্রয় উৎসবের উদ্বোধন করেন খুলশী মার্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী। এসময় তারা বলেন, মুনাফা অর্জন মূল লক্ষ্য নয়। পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তেই বদ্ধ পরিকর তারা। খুলশী মার্টকে একটি গ্রীন কোম্পানী হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ চলছে বলে জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মার্ট প্রমোটরস এর নির্বাহী পরিচালক সরফরাজ আলী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইনসহ বিভিন্ন ব্যবসায়ীরা। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিক্রয় উৎসবে ক্রেতাদের জন্য ফ্রি শপিংসহ আকর্ষনীয় অফারের ব্যবস্থা রয়েছে।
সিডিএ’র বোর্ড সদস্য মনোনয়ন করায় প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ ফারুক।
সকালে আনোয়ারার হাইলধর এলাকায় আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত শেষে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর আগে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দীনসহ দক্ষিন জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
দুপুরে এ কম্বল বিতরণ করা হয়েছে। হরিমন্দির পরিচালনা পরিষদের সভাপতি নিধু চন্দ্রশীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোর্শেদ আকতার চৌধুরী, নগর যুবলীগ সদস্য আশরাফুল গণি, দেলোয়ার হোসেন দুলুসহ আরো অনেকেই। এসময় তারা, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন করার বিকল্প নেই। দরিদ্র মানুষের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানানো হয়
বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শপিং মল বালি আর্কেডে যাত্রা শুরু হলো কেসবাক বিউটি পার্লারের তৃতীয় শাখার।
বিকেলে ফিতা কেটে শাখাটি উদ্বোধন করেন শেঠ প্রপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টি নেতা সোলাইমান আলম শেঠ। এ সময় উপস্থিত ছিলেন লায়ন শফিউল আলম, লায়ন প্রশান্ত বড়ুয়া, কেসবাক বিউটি পার্লারের কর্মকর্তারা। কেসবাক এর কর্মকর্তারা জানান, রূপচর্চায় সচেতন পুরুষ ও নারীদের কথা বিবেচনা করেই নগরীতে মোট তিনটি শাখা চালু হলো ।
অন্তরে মিরসরাই’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে এসএসসি ৯০ ব্যাচের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মিরসরাই আরশিনগর ফিউচার পার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপী মিলন মেলা। সকাল থেকেই ৯০ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিলো মেলা প্রাঙ্গণ । মিলনমেলার উদ্বোধন করেন বারৈয়ারহাট পৌরমেয়র রেজাউল হোসেন খোকন। পরে কামরুল হাসানের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এভিপি মোহাম্মদ শহিদ উল্লাহ, কাশবন রেস্টুরেন্টের পরিচালক আবু জাফর সিদ্দিকসহ ৯০ ব্যাচের বন্ধুরা ।