চট্টগ্রাম সংবাদ
- আপডেট সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাই যাওয়ার সময় বিমান বন্দর থেকে গ্রেফতার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ভাই মো. আমজাদ হোসেন চৌধুরী।
গেল রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে আমজাদ চৌধুরীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০১৬ সালে মামলা করে দুদক। এছাড়াও আসলাম চৌধুরী ও আমজাদ চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের ১৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিএনপি আগামী নির্বাচন বানচালের পাঁয়তারা করছে বলে দাবি করেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের এমপি শিরিন আখতার।
দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, নিরপেক্ষ সরকারের আমলের নির্বাচনও কাউকে খুশি করতে পারেনি। তাই আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে।
কুমিল্লায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরও দুই আরোহী।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন- অটোরিকশা চালক জুলহাস মিয়া, যাত্রী জহিরুল ইসলাম, মোহাম্মদ জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। ওসি বলেন, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রামট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে মেলা। ডাবল আর সিঙ্গেল মিলে সর্বমোট ৯৫টি স্টল থাকবে মেলায়। তাছাড়া মেলায় থাকবে বঙ্গবন্ধু কর্নার, নারী লেখক কর্নার, শিশু কর্নার ও ওয়াইফাই জোন। ১০ মার্চ শেষ হবে বই মেলা। সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, বইমেলা কমিটির আহবায়ক– ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু।
চট্টগ্রামের মিরসরাইয়ে ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামী বেলাল হোসেনকে গ্রেফতার করেছে রেব।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। রেব-৭ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২৬ জানুয়ারী আবুল কাশেমকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে বেলাল ও তার সহযোগীরা। মারা গেছে মনে করে তাকে মাটিচাপা দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। ঘটনা জানাজানি হওয়ার পর স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গেল ১ ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেম মেম্বার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওই হত্যাকাণ্ডে জড়িত ছিলো বলে জানিয়েছে রেব।
জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেয়ার দাবিতে চট্টগ্রামের চকবাজার রসুলবাগ আবাসিক এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে রসুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষায় প্রতিবছর হাটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় চকবাজার এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকা। ক্ষতি হয় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির আসবাবপত্র। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে বর্ষা মৌসুমের আগে চকবাজার ফুলতলা থেকে রসুলবাগ আবাসিক এলাকা সংলগ্ন চাকতাই ডাইভারশন খালের ময়লা আবর্জনা ও মাটি জরুরী ভিত্তিতে পরিষ্কারের দাবি জানান বক্তারা।
ভোজন রসিক মানুষের জন্য বিভিন্ন স্বাদের লোভনীয় দেশীয় খাবার নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় চালু হয়েছে ‘দাওয়াত’ নামের রেস্টুরেন্ট।
দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম। রেস্টুরেন্টে সুলভ মূল্যে বাংলা খাবারের পাশাপাশি থাই, চাইনিজ ও ইন্ডিয়ান খাবারের ব্যবস্থাসহ মানসম্মত পরিবেশে খাবার পরিবেশনের কথা জানান রেস্টুরেন্টের উদ্যোক্তারা।