চট্টগ্রাম সিটি করপোরেশনের অযৌক্তিক ও অস্বাভাবিক গৃহকরের প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
- ১২ অক্টোবর বিএনপির ডাকা চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল।
বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বক্তব্য রাখেন আবদুল মোনায়েম মুন্না ও মোশাররফ হোসেন দীপ্তি। নেতারা বলেন, চট্টগ্রাম থেকে সরকার পতন আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে বিএনপি। আর এই কারণেই এই মহাসমাবেশ বানচাল করার চক্রান্ত করছে সরকার। সরকার ও পুলিশের উস্কানীতে পা না দিয়ে, সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।
- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্ধারিত অযৌক্তিক ও অস্বাভাবিক গৃহকরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে করদাতা সুরক্ষা পরিষদ।
বিকেলে নগরীর দেওয়ানহাট মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুল আবছারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। তাদের দাবি, সিটি কর্পোরেশনের দুর্নীতি আর ব্যর্থতার দায় নগরবাসীর ওপর চাপানোর চেষ্টা চলছে। কর্পোরেশনের আয় বাড়ানোর কথা বলে জনগণের পকেট কাটা হচ্ছে। এই প্রক্রিয়া বন্ধ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন নেতারা। বলেন, জনগুরুত্বপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে মেয়রের সমর্থকরা। কিন্তু নগরবাসী এই অযৌক্তিক গৃহকরের বিরুদ্ধে সোচ্চার আছে ও থাকবে বলেও জানান তারা।