চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু
- আপডেট সময় : ০২:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। জুম্মার নামাজের পর দ্বিতীয় দফার প্রচারণায় নামছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
জুমার নামাজের পর হযরত শাহ আমানত শাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। একই সময় বহদ্দারবাড়ির পারিবারিক কবরস্থানে নিজের মা-বাবার কবর জিয়ারত শেষে নগরীর এক নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। একই সাথে স্ব-স্ব ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা শুরু করবেন। নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতামুলক প্রচারণাও চালানোর কথা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। করোনার কারণে স্থগীত হওয়া নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর আজ থেকে প্রচারণা চালানোর অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রচারণা পদ্ধতীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ থাকলেও এবার তা কমিয়ে দুপুর ২ টা থেকে রাত ৮ টার মধ্যে প্রচারণা সীমাবদ্ধ রাখতে বলেছে ইসি।