চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ কাল
- আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ কাল। মধ্যরাতে শেষ হয়েছে প্রচার প্রচারণা। নির্বাচন অনুষ্ঠানে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। নির্বাচনে থাকছে চার স্তরের নিরাপত্তা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো শহরকে রাখা হবে নিরাপত্তা চাদরে। নির্বাচন ঘিরে হত্যাকাণ্ড ও কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের পর ভোটের দিন চার স্তরের নিরাপত্তার ছক নেয়া হয়েছে। ৭শ’ ৩৫টি কেন্দ্রের ৪শ ১০টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাঠে আছে রেব পুলিশ, সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রায় ১০ হাজার সদস্য। ভোটের আগেই নগরীতে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে বিজিবি। আর ১৪জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বিকেলের মধ্যে বহিরাগতদের নগর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চেষ্টা করে যাচ্ছেন তারা। এদিকে আচরণ বিধির কারনে প্রচারণা চালাতে না পারলেও পোলিং এজেন্ট নির্ধারণসহ আনুষাঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।