চট্টগ্রাম সিটি নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে সরকার ভোট ডাকাতির ধারা চলমান রেখেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে সরকার ভোট ডাকাতির ধারা চলমান রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ।
সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচন কমিশনের ফলাফলের চাবি সরকার হাতে বলেও দাবি করেন রিজভী । চট্টগ্রাম সিটি নির্বাচনে ২২ শতাংশ ভোট সংগ্রহের মধ্য দিয়ে প্রমাণ করে জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এ সময় তিনি আরো বলেন, ইভিএম, জালিয়াতি ও প্রতারণার যন্ত্র হওয়ায় সরকার এর মাধ্যমে ভোট করে লাভবান হচ্ছে। সাংসদ শহিদুল ইসলাম পাপুলের কুয়েতের আদালতে চার বছর কারাদণ্ড হওয়ার সমালোচনা করেন তিনি। তিনি দুর্নীতি নিয়ে টিআইবির করা প্রতিবেদনে দেশ আরও একধাপ পিছিয়ে পড়া লজ্জাজনক বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।