চতুর্থ দিনের মত অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ অভিযান ডিএনসিসির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চতুর্থ দিনের মত আজও অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদে অভিযান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সকালে নগরীর বনানী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালত। উচ্ছেদের পর স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল বিক্র করে দেয়া হয়। এ সময় অভিযান এলাকা পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।তিনি বলেন, আইন অনুযায়ী শহর পরিচালিত হবে। যরা সাইনবোর্ড লাগাবেন তাদের অবশ্যই ট্যাক্স দিতে হবে এবং সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে।
একটা সুন্দর নগরী উপহার দেওয়ার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।