চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি গড়ছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৮০৭ বার পড়া হয়েছে
কারো কাছে হাত পেতে নয়, মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। সেই অগ্রযাত্রার শক্তি হিসেবে কাজ করবে যুব সমাজ। জাতীয় যুবদিবস এবং যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে, এই প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, গত সরকারগুলো যুবকদের উন্নয়নে উদাসীন ছিল। বর্তমান সরকার চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ যুব সমাজ গড়তে নিরলসভাবে কাজ করছে।
জাতীয় যুবদিবস এবং যুব পুরস্কার ২০২২-এর পুরস্কার প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতেই যুবকদের স্বাবলম্বী করতে সরকারের নানামুখী উদ্যোগ নিয়ে অডিও-ভিজ্যুয়াল ফিলার প্রদর্শন করা হয়। দিবসটির এবছরের প্রতিপাদ্য– ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
এরপর যুব পুরস্কার ২০২২-এর কার্যক্রম শুরুর অনুমতি দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পক্ষে এ বছরের বিজয়ী যুবকদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ বছর ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৬ যুব সংগঠকসহ ২১ জনকে পুরস্কৃত করা হয়।
আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় কোন কাজকেই ছোট করে না দেখার আহ্বান জানান সরকার প্রধান।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা গড়ার পথে যুবকরাই বড় হাতিয়ার।
বিগত সরকারগুলো যুব সমাজের উন্নয়নে মনযোগী না হলেও বর্তমান সরকার দক্ষ যুব সমাজ তৈরীতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সবশেষে জাতীয় যুব দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা