চতুর্থ শিল্প বিপ্লব-পরবর্তী রাষ্ট্র গড়তে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক : মোস্তফা জব্বার
- আপডেট সময় : ০৯:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী রাষ্ট্র গড়তে হলে দ্বাদশ শ্রেনী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তবে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ব্যক্তি, সমাজ ও ব্যবসায়িক জীবনে প্রযুক্তি-নির্ভরতা বাড়তে থাকায় আগামী ১০ বছরে ৫৫ লাখ লোক চাকরি হারালেও বিশেষায়িত পেশার মাধ্যমে ১ কোটি লোকের নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে। আর প্রযুক্তি-নির্ভর জনবল তৈরিতে প্রয়োজনীয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৭৬০ সালে যুক্তরাজ্যে বাষ্প ইঞ্জিন ব্যবহারের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম শিল্প বিপ্লব।
একশ বছর বিদ্যুৎ আবিস্কারের মধ্যে দিয়ে শুরু হয় ২য় শিল্প বিপ্লব। এরপর কম্পিউটার এবং ইন্টারনেটের কারণে আসে তৃতীয় শিল্প বিপ্লব।
বর্তমানে ন্যানো টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে বিশ্ব। ব্যক্তির পরিবর্তে মেশিন দিয়েই চলছে উৎপাদনের কার্যক্রম।
এমন বাস্তবতায় বিশ্বের সঙ্গে তাল মেলাতে শ্রম নির্ভর অর্থনীতির বাংলাদেশ কিভাবে নিজেকে গড়ে তুলবে সেই প্রশ্ন সবখানে।
এমন পরিস্থিতিতে চতুর্থ শিল্প বিপ্লব, বাংলাদেশের বাস্তবতা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ। এসময় অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়াল প্রজেন্টেশনের মাধ্যমে নিজের মূল্যায়ন তুলে ধরেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, তারুণ্যের শক্তিই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ।
প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানান বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
শিক্ষার্থীদের কাছে পড়াশোনাকে আকর্ষণীয় করার পাশাপাশি তরুনদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে, এমন মতও উঠে আসে আইইবি-র সেমিনারে।