চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বসুরহাটের পৌরমেয়র আবদুল কাদের মির্জার অনুসারী- চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গেলরাত ১১টায় চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থকরা আওয়ামী লীগ নেতা আবদুল গনির বাড়িতে হামলা চালায়। এতে ৬ জন গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বসুরহাটের পৌরমেয়র মির্জা কাদেরের সমর্থক এবং হামলাকারীরা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী। পুলিশ হামলার খবর পেয়ে, ঘটনাস্থলে পৌছে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।