চরম দুর্ভোগে পড়েছে নেত্রকোনার বারহাট্টার ১০ গ্রামের মানুষ
- আপডেট সময় : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মাত্র পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগে পড়েছে নেত্রকোনার বারহাট্টার ১০ গ্রামের মানুষ। কোনো যানবাহনও চলাচল করতে পারছে না। রাস্তা কোথাও কোথাও যেন পুকুরে পরিণত হয়েছে। সীমাহীন কষ্ট ভোগ করছেন স্থানীয়রা। নতুন টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে বলে জানায়, সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জেলার বারহাট্টা উপজেলার সাহতা বাজার থেকে মোহনগঞ্জের সমাজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক। কিছুটা পাকা করা হলেও, বেশিরভাগই কাঁচা রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে তারা।
এই সড়কের ‘ডেমুরা সেতু’র মেরামতও শেষ হয়নি। প্রায় এক বছর ধরে পড়ে থাকায় পুকুরে পরিণত হয়েছে। সড়ক দিয়ে এখন আর যান চলাচল করতে পারেনা। বারবার ঠিকাদার ও কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সাড়া পাচ্ছেনা বলে ক্ষোভ জানায় স্থানীয়রা।
নির্দেশনা অনুযায়ী ঠিকাদার কাজ না করায়, প্রকল্প বন্ধ করে দেয়া হয়েছে। এখন নতুন টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে বলে জানায়, এলজিইডি।
শুধু আশ্বাস নয়, দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছে, এলাকাবাসী।