চর বিজয়ে শত শত আওরেলিয়া আওরেটা প্রজাতির মৃত জেলিফিস

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রজাতির মৃত জেলিফিস।
গতকাল সন্ধ্যায় জেলিফিসগুলো ভেসে আসতে দেখেন স্থানীয়রা। এছাড়া কুয়াকাটার ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু জেলিফিস দেখতে পান তারা। তবে কেন এভাবে জেলিফিসের মৃত্যু হচ্ছে, তার কারণ বলতে পারছেনা কেউ। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রানী চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিস বলা হয়। এগুলা সাঁতারে পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষন কিংবা বাতসের টানে উপরের দিকে চলে আসে । পরে বালুতে আটকা পরে মারা যায়।