চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পেতে জায়েদ খানের রিট
- আপডেট সময় : ০২:১২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের প্রার্থিতা বাতিল স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী চিত্রনায়ক জায়েদ খান বলেন, ন্যায়বিচার পেয়েছেন তিনি।
নানা ঘটনার পর শনিবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তারের নাম ঘোষণা করা হয়। আপিল বোর্ডের সভায় সমিতির সদস্য পদে নির্বাচিত চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে বলে জানান তিনি। এর আগে নিপুণ অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ তুললেও জায়েদ তা প্রত্যাখ্যান করেন। ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে, নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। গতকাল সন্ধ্যায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে ইলিয়াস কাঞ্চনকে শপথ করান সংগঠনের বিদায়ী সভাপতি মিশা সওদাগর। পরে নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।