চলছে ঢাকাসহ সারাদেশে একদিনে এক কোটি করোনার প্রথম ডোজ টিকাদান কর্মসূচী
- আপডেট সময় : ০২:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
একিদনে এক কোটি মানুষক করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র লাগছে না। দেশে ২৮ হাজার বুথে দেয়া হচ্ছে টিকা। টিকাদান কর্মসূচীতে যুক্ত আছেন স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকসহ মোট ১ লাখ ৪২ হাজার জন। সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভীড়। নিবন্ধনের ভোগান্তি ছাড়াই হাতের নাগালে টিকা পেয়ে খুশি মানুষ।
ঝিনাইদহে ৭২ হাজার ৮’শ জনকে দেয়া হচ্ছে করোনার টিকা। সকাল থেকে জেলার ৬৭টি ইউনিয়ন, ৬টি পৌরসভার মোট ২শ’ ৬২ টি কেন্দ্রে টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।
সরকার ঘোষিত শেষ দিনের মতো করোনার ১ম ডোজের গণটিকা কার্যক্রম চলছে ময়মনসিংহে। সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় ২ লাখ ৮২ হাজার মানুষকে করোনার ১ম ডোজ টিকা দেয়া হবে। ১৮ বছরের কম বয়সীদেরকে ফাইজার এবং ১৮ বছরের বেশিদের সিনোভেক্সের টিকা প্রদান করা হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়াতেও শুরু হয়েছে প্রথম ডোজ গণটিকার কার্যক্রম। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, ১৪ ইউনিয়ন, এক পৌরসভায় মোট ৫২টি কেন্দ্রে সর্বনিম্ন ১৫ হাজার ৬শ’ থেকে সর্বোচ্চ ১ লাখ মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেয়ার টার্গেট নেয়া হয়েছে।
নওগাঁ সদর হাসপাতাল চত্বরে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। তিন পৌরসভা ও ৯৯টি ইউনিয়নে ৪১৯টি বুথে প্রস্তুত করে সকাল ৯টা থেকে একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয়। পুরো জেলায় প্রায় ১লাখ মানুষকে এই করোনার টিকা দেয়া হবে।