চলছে বিএনপি-জামায়াতের ১০ম দফা অবরোধ কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৮০৩ বার পড়া হয়েছে
তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ভোর থেকে চলছে বিএনপি-জামায়াতের ১০ম দফা অবরোধ কর্মসূচি। দেশজুড়ে ৪৮ ঘন্টার এই অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
অবরোধের প্রথম দিনে রাজধানীতে সকাল থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক। অন্যান্য দিনের তুলনায় নগরের মানুষজনের উপস্থিতিও বেশি। গণপরিবহনের চলাচলও মোটামুটি স্বাভাবিক। অবরোধ ঘিরে সকালে সড়কে গণপরিবহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়ছে।রাজধানীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এদিকে..সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অগ্রণী ব্যাংকের বিআরটিসি স্টাফ বাসে আগুন দেয়া হয়।