চলতি জানুয়ারির প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
চলতি জানুয়ারির প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৪৪০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।এতে বলা হয়, চলমান মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার পৌঁছেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার ডলার এসেছে।কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, বিদায়ী ডিসেম্বরে দেশে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।