চলতি বছর নোবেলের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থা
- আপডেট সময় : ০৯:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
- শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর নোবেলের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থা।
শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করে। বিজয়ীরা হলেন, বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংগঠন- মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন- সেন্টার ফর সিভিল লিবার্টিজ। নোবেল কমিটি বলেছে, বিজয়ীরা নিজ নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন। বহু বছর ধরে তারা ক্ষমতাসীনদের সমালোচনার নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতে প্রচারণা চালিয়ে আসছেন। যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো নথিভুক্ত করার ভূমিকাতেও প্রশংসিত তারা। ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ী ঘোষণার মাধ্যমে শেষ হবে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা।
- থাইল্যান্ডের ডে-কেয়ার সেন্টারে নারকীয় হত্যাকাণ্ডকে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করেছে পুলিশ।
একই সঙ্গে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অঙ্গীকারও করেন তারা। এদিকে, ডে-কেয়ার সেন্টারের প্রধান শিক্ষক জানান, প্রতিদিন ৯০ জনের বেশি শিশু উপস্থিত থাকলেও হামলার দিন বৈরী আবহাওয়ায় অধিকাংশই অনুপস্থিত ছিল। হামলাকারীকে সম্প্রতি পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে এ নারকীয় হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।