চলন্তবাসে শুধু এক যাত্রীকে ধর্ষণ নয়, একাধিক নারীর শ্লীলতাহানী করেছে ডাকাতরা
- আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
টাংগাইলে মহাসড়কে চলন্তবাসে শুধু এক যাত্রীকে ধর্ষণ নয়, একাধিক নারীর শ্লীলতাহানী করেছে ডাকাতরা। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। ধর্ষণ ও ডাকাতির মূলহোতা রতনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে তারা। এদিকে, রেব-১ এর অভিযানে রাজধানী পল্টন থানা এলাকা থেকে মানবপাচার চক্রের মূলহোতা আবুল হোসেনসহ দু’জনকে গ্রেফতার এবং ৩ নারীকে উদ্ধার করা হয়েছে।
২ আগস্ট রাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল পরিবহণের একটি বাস ২৪ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছাড়ে। চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় টাংগাইলে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার রাতে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে এই ঘটনার মূল হোতা রতনসহ ১০ জনকে গ্রেপ্তার করে রেব। তাদের কাছ থেকে ২০টি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, সিমকার্ড ও দেশীয় অস্ত্র উদ্বার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
গত ৯ মাসে ১০টির বেশি ডাকাতি করেছে এই চক্র। ২০১৮ সাল থেকে ডাকাতি করছে তারা।
এদিকে, আন্তর্জাতিক মানব পাচারকারী দলের সদস্য আবুল হোসেন ও আলেয়া বেগমকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে রেব-১।তাদের কাছ থেকে ৩১টি পাসপোর্ট, কিছু ডিভাইসসহ বিভিন্ন ডকুমেন্ট উদ্বার করা হয়। আড়াই হাজার নারী কর্মীকে এ পর্যন্ত বিদেশ পাঠিয়েছে এই প্রতারক চক্র।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় রেব।