চলমান বিধিনিষেধে দিনাজপুরে আমের বাজারে ধস
- আপডেট সময় : ০৬:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চলমান বিধিনিষেধে দিনাজপুরে আমের বাজারে ধস। ক্রেতারা খুশি হলেও বাগান মালিক ও বিক্রেতারা ওখুশি। এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন আম বাগান মালিকরা।
চলমান লকডাউনে দিনাজপুরে ধ্বস নেমেছে আমের বাজারে। গেল বারে এই সময়ে হাড়িভাঙ্গা আম প্রতি কেজি বিক্রি হয়েছিল ৬০ থেকে ৮০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫ টাকা থেকে ৩৫ টাকায়। তবে কম দামে আম কিনতে পেরে খুশি ক্রেতারা। আর বিক্রেতাদের মাথায় হাত।
এদিকে খুচরা ও পাইকারি বিক্রেতারা জানান, এবার দিনাজপুরে গোপাল ভোগ, মিশরি ভোগ, ল্যাংড়া সূর্যপুরী সহ সবধরনের আম বিক্রি হচ্ছে গেল বারের তুলনায় অর্ধেক দামে। এতে লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা।
এদিকে বাগান মালিকরা বলছে হঠাত করেই আমের দাম কমে গেছে। ক্ষত্রিগ্রস্তরা সরকারের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
বাংলাদেশ কৃষক সমিতির এই নেতা জানালেন,দিনাজপুরে আম লিচু সহবিভিন্ন ধরনের ফল উৎপাদন হয়ে থাকে। তাই সংরক্ষণের জন্য এ জেলায় হিমাগার স্থাপনের দাবী তার
আর জেলার অর্থনৈতিক জোনে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার কথা জানান কৃষি সম্প্রসারণের এই কর্মকর্তা।
জেলার তিনটি উপজেলায় এ বছর প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে প্রায় ১ লক্ষ মে.টন আমের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর।