চলমান লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলমান লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
গণমাধ্যমকে তিনি জানান, করোনার বর্তমান পরিস্থিতি এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে পূর্বের শর্তগুলো বহাল রেখেই বিধিনিষেধের এই মেয়াদ বাড়ানো হচ্ছে। আজ (রোববার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ঈদ করতে গ্রামে যাওয়া কর্মজীবী মানুষের নিরাপদে কর্মস্থলে ফেরার ব্যাপারেও সরকার চিন্তাভাবনা করছে বলেও জানান ফরহাদ হোসেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।