চলমান লোডশেডিং পরিস্থিতি আগের তুলনায় অনেকটা সহনীয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
চলমান লোডশেডিং পরিস্থিতি আগের তুলনায় অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে বলে দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে নিজ বাসভবনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জানান, সহসাই জ্বালানি তেলের মূল্য কমার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবারের ব্ল্যাক আউটের পেছনে বিএনপি বা অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নসরুল হামিদ।
বিশ্ববাজারে তেল-গ্যাস অস্থিতিশীলতায় দেশে কয়েকমাস ধরে চলছে বিদ্যুৎ সাশ্রয়ের লোডশেডিং। এরই মাঝে মঙ্গলবার ব্ল্যাক আউটের কবলে পড়ে দেশ। এমন পরিস্থিতিতে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে কথা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডের হঠাৎ এই সমস্যা কেনো হয়েছে তার জন্য তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। নিরবিচ্ছিন্ন গ্রিডের অটোমেশনের কাজ করছে সরকার।
তবে বৈশ্বিক কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, দাম কমারও কোনো সম্ভাবনা নেই।
নসরুল হামিদ বিপু আরো বলেন, বিপর্যয়ে বিএনপি নাশকতার ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।